kalerkantho


সবিশেষ

মিনিটে ২৮ বার বজ্রপাত

কালের কণ্ঠ ডেস্ক   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই ঝড়-বজ্রপাত হয়। জায়গাটি কোথায়? মাথা চুলকাচ্ছেন। সেটি হলো ভেনিজুয়েলার ক্যাটাটুম্বো এলাকা। আন্দিজের কোলঘেঁষা ওই এলাকায় ঝঞ্ঝার এটিই শেষ ঘটনা নয়। সেখানে মিনিটে ২৮ বার বজ্রপাত হয়। দুই দশকেরও বেশি সময় সিনেমাটিক এই প্রাকৃতিক ঘটনা নিয়ে

গবেষণা চালিয়ে এ তথ্য বের করেছেন পরিবেশবিদ এরিক কুইরোগা। তাঁর সৌজন্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ‘ক্যাটাটুম্বো লাইটনিং’-এর। এর আগে এই রেকর্ড কঙ্গোর কিফুকা শহরের দখলে ছিল।

বিজ্ঞানীদের ধারণা, ক্যাটাটুম্বো নদীর নাম থেকেই বজ্রপাতের এমন নাম হয়েছে, যে নদী গিয়ে মিশেছে আন্দিজের কাছে মারাকাইবো লেকে। স্থানীয় ভূসংস্থান ও বায়ুর কারণেই প্রকৃতির নাকি এমন অদ্ভুত আচরণ।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে গরম বাতাস এসে উঠতে পারে না পাহাড়ঘেরা মারাকাইবো লেক পর্যন্ত। পাহাড়ে বাধা পায়। আন্দিজের কোল থেকে ওঠা ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে এসে বস্ফািরিত হয় সেই উষ্ণ বাতাস। ক্রমে ঘনীভূত হয়ে বিদ্যুত্পূর্ণ মেঘের সঞ্চার করে, যা থেকে প্রতি মিনিটে গড়ে ২৮ বার বজ্রপাত হয়। সূত্র : এই সময়।


মন্তব্য