kalerkantho


সিলরাও পাবে স্মার্টফোন!

কালের কণ্ঠ ডেস্ক   

১ এপ্রিল, ২০১৬ ০০:০০সিলরাও পাবে স্মার্টফোন!

এ ঘটনাকে প্রযুক্তির সহজলভ্যতা বলার চেয়ে প্রযুক্তির বহুল ব্যবহার বলাই ভালো। স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপপুঞ্জে সিলদের কপালেও এবার স্মার্টফোন জুটতে যাচ্ছে। ওই এলাকায় সিলদের সংখ্যা কেন কমছে, সেই গবেষণার অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুরুজের ‘সি ম্যামাল রিসার্চ ইউনিট’ (এসএমআরইউ) আগামী তিন বছর এই সমীক্ষা চালাবে। তাতে অনেক সিলের মাথার পেছনে এ স্মার্টফোন প্রযুক্তি লাগিয়ে দেওয়া হবে। সিলের মাথার পেছনে যে নরম ফার থাকে, সেখানেই তাদের কোনো ক্ষতি না করে লাগিয়ে দেওয়া হবে মেরিন টেলিমেট্রি ট্যাগ।

বিজ্ঞানীরা বলছেন, মেরিন টেলিমেট্রি ট্যাগ ওজনে খুব হালকা। আর সিল যখন তার চামড়া খসাবে, তখন এ ট্যাগগুলোও খসে পড়বে। স্মার্টফোন যে পদ্ধতিতে কাজ করে, এ মেরিন টেলিমেট্রি ট্যাগও একই পদ্ধতিতে কাজ করবে।

ট্যাগ-লাগানো সিলগুলো যখনই সমুদ্রের ওপর ভেসে উঠবে কিংবা সিলরা সৈকতে বিশ্রাম নিতে আসবে, তখনই গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি পৌঁছে যাবে এসএমআরইউ বিজ্ঞানীদের কাছে। পরে সেই তথ্যগুলো তাঁরা বিশ্লেষণ করবেন। সূত্র : বিবিসি।


মন্তব্য