kalerkantho


চাঁদের অক্ষরেখা হেলে গেছে

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ মার্চ, ২০১৬ ০০:০০চাঁদের অক্ষরেখা হেলে গেছে

চাঁদের ‘বুড়ি’ নাকি দেখতে চিরকাল একই রকম ছিল না। আর ‘বুড়ির’ নাকও নাকি এখন যেখানে আছে, আগে সেখানে ছিল না; আসল জায়গা থেকে খানিকটা সরে গেছে। সম্প্রতি এমন কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের ‘বুড়ি’ বলতে আমরা যে দাগগুলো  বুঝি, সেগুলোর উত্পত্তি নিয়ে নানা মত আছে। বহুকাল আগে বিজ্ঞানীদের মনে হয়েছিল, চাঁদের এ কল্পিত মানুষের নাক শুরুতে যেখানে ছিল, এখন সেখানে নেই। খানিকটা এদিকসেদিক হয়েছে। এর অর্থ দাঁড়ায়, যে অক্ষরেখাকে কেন্দ্র করে চাঁদ নিজের চারদিকে ঘোরে, সেই অক্ষরেখা সরে গেছে। তবে এটি ছিল অনুমাননির্ভর। এর প্রমাণ মেলা খুব কঠিন কাজ ছিল। অবশেষে এ ঘটনার প্রমাণ পেয়েছে নাসা। চাঁদের দুই মেরুর যে ছবি পাওয়া গেছে, সেই পোলার ম্যাপে দেখা যাচ্ছে, চাঁদের উত্তর ও দক্ষিণ হেমস্ফািয়ারের বর্তমান অবস্থান ও বহু প্রাচীনকালের অবস্থানের হেরফের আছে। আর এ হেরফের মেপেই বিজ্ঞানীরা বলছেন, চাঁদের অক্ষরেখা পাঁচ ডিগ্রি হেলে গেছে। সূত্র : জিনিউজ।


মন্তব্য