kalerkantho


সবিশেষ

ক্যান্সার ধরার পিল!

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ মার্চ, ২০১৬ ০০:০০দীর্ঘমেয়াদি, কষ্টসাধ্য ও ব্যয়বহুল চিকিৎসার মধ্য দিয়ে যাওয়ার পরও আবার আক্রান্ত হওয়ার আতঙ্ক থেকে যায়, এমন একটি রোগ ক্যান্সার, যার নাম শুনলেই আঁতকে ওঠে মানুষ। কিন্তু প্রাথমিক স্তরে শনাক্ত করা গেলে ক্যান্সারসব সময় ভয়াবহ হয় না। ক্যান্সারকে প্রথম ধাপেই শনাক্ত করতে চিকিৎসাবিজ্ঞানীরা নিয়ে এসেছে এক ধরনের পিল।

বিজ্ঞানীদের নবোদ্ভাবিত এই পিল স্তন ক্যান্সার শনাক্তে কাজে লাগানো যাবে। তাঁরা জানান, বেশির ভাগ ক্ষেত্রেই স্তন ক্যান্সার ধরা পড়ে অনেক দেরিতে। ফলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। কিন্তু তাঁরা যে নতুন পিল এনেছেন, তা দিয়ে প্রথম ধাপেই বোঝা যাবে স্তনে তৈরি হওয়া টিউমারটিতে ক্যান্সারের প্রকোপ কতখানি। বর্তমানে যে ম্যামোগ্রাম এক্স-রে পদ্ধতি ব্যবহার করা হয়, তাতে সহজে টিউমার ধরা পড়লেও সেই টিউমারে ক্যান্সারের প্রকোপ সম্পর্কে জানা যায় না। কিন্তু এক্স-রে করার আগে এই পিল ব্যবহার করলে তা ক্যান্সার আক্রান্ত জায়গার কাছেই গিয়ে পৌঁছাবে এবং এক্স-রেতে তা ধরা পড়বে। ফলে সহজেই জানা যাবে স্তনের টিউমারে ক্যান্সার আছে কি না। আর প্রথম ধাপেই শনাক্ত করা যাবে স্তন ক্যান্সার। সূত্র : জিনিউজ।


মন্তব্য