kalerkantho


সমরেশ মজুমদার ও রফিক আজাদকে বাংলাদেশ প্রতিদিনের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক   

১৬ মার্চ, ২০১৬ ০০:০০সমরেশ মজুমদার ও রফিক আজাদকে বাংলাদেশ প্রতিদিনের সম্মাননা

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। ছবি : কালের কণ্ঠ

শীর্ষ প্রচারসংখ্যার জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলা ভাষার সেরা দুজন সাহিত্যিককে সম্মাননা দিয়েছে। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত অনুষ্ঠানে সদ্য প্রয়াত কবি রফিক আজাদ ও পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সমরেশ মজুমদারকে বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহিত্যিক সমরেশ মজুমদার এবং কবি রফিক আজাদের স্ত্রী কবি দিলারা হাফিজের হাতে সম্মাননা  স্মারক ও এক লাখ টাকার চেক তুলে দেন। সম্মাননা প্রদানকালে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও রফিক আজাদের দুই ছেলে অভিন্ন আজাদ ও অব্যয় আজাদ মঞ্চে উপস্থিত ছিলেন।


মন্তব্য