দায়িত্ব কিংবা কাজ ফেলে রাখার জন্য আমরা প্রায়ই লজ্জাবোধ করি। কিন্তু নতুন এক গবেষণা বলছে, ঢিলেমি স্বভাবের জন্য মোটেও লজ্জা পাওয়ার দরকার নেই। কারণ, এ ধরনের লোকজন অন্যদের চেয়ে তুলনামূলক বেশি সৃজনশীল হয়।
যুক্তরাষ্ট্রের ‘ওয়্যারটন বিজনেস স্কুল’-এর অধ্যাপক অ্যাডাম গ্রান্ট জানান, ঢিলে লোকজন সৃজনশীল হয়—এই তত্ত্বটি মাথায় প্রথম আসে তাঁর এক ছাত্রীর কথা শুনে। ওই ছাত্রী ছিল তাঁর দৃষ্টিতে খুবই সৃজনশীল। অ্যাডাম গ্রান্টের ভাষ্য অনুযায়ী, ওই ছাত্রী একবার তাঁকে বলেছিল, ঢিলেমি না করলে সেরা চিন্তাটা তার মাথায় আসে না।
মূলত এই পূর্বানুমানের ওপর ভিত্তি করেই দুটি প্রতিষ্ঠানের কর্মীদের ওপর চালানো হয় গবেষণাটি। তাতে পর্যবেক্ষণে রাখা হয় ঢিলে কর্মীদের। এরপর তাঁদের সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়। তাতে দেখা গেছে, যেসব কর্মীকে তাঁদের ঊর্ধ্বতন কর্তারা সৃজনশীলের তকমা দিয়েছেন, তাঁদের অধিকাংশই কাজেকর্মে ঢিলেমি করেন।
গবেষক জিহায় শিন জানান, গবেষণা বলছে, ঢিলে লোকজন অন্যদের তুলনায় ২৮ শতাংশ বেশি সৃজনশীল হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের