kalerkantho

সোমবার। ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩। ২৪ রবিউস সানি ১৪৩৮।


সবিশেষ

হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্ট

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ মার্চ, ২০১৬ ০০:০০যুগের হাওয়া লেগেছে ভারতের হিন্দুত্ববাদী কট্টর সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেও (আরএসএস)। তবে সে পরিবর্তন নীতিতে নয়, পোশাকে। শুক্রবার আরএসএসের তরফে জানানো হয়েছে, তাদের ট্রেড ইউনিফর্ম খাকি হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্ট নিয়ে আসার চিন্তাভাবনা চলছে।

আরএসএসের দিল্লি শাখার যুগ্ম প্রধান অলোক কুমার জানান, রাঁচিতে তাঁদের জাতীয় পরিষদের সর্বশেষ বৈঠকে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যদিও এখনো কোনো পাকাপোক্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু নানা কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তাঁর মতে, মার্চের প্রতিনিধি সভাতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এ নিয়ে দলের মধ্যে কোনো বিতর্কের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘পোশাক পরিবর্তনের ব্যাপারে দলে আলাদা করে কোনো বিতর্ক নেই, কয়েকটি প্রস্তাব আছে মাত্র। ’ তিনি জানান, যে পোশাকে সবাই স্বস্তি পাবে, সে ধরনের পোশাক নিয়েই চিন্তাভাবনা চলছে।

তবে পোশাক পরিবর্তনের নজির কিংবা উদ্যোগ আরএসএসে এবারই প্রথম নয়। এর আগেও পোশাক বদলের ইতিহাস আছে আরএসএসের। সূত্র : আনন্দবাজার পত্রিকা।


মন্তব্য