kalerkantho


এমপি রিমনের বিরুদ্ধে মামলা করতে বরগুনার এসপিকে ইসির চিঠি

বিশেষ প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৬ ০০:০০এমপি রিমনের বিরুদ্ধে মামলা করতে বরগুনার এসপিকে ইসির চিঠি

বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে নির্বাচনে আচরণবিধি ভঙ্গের মামলা করতে বরগুনার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার পাঠানো ইসি সচিবালয়ের উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিধি ভঙ্গ করে সংসদ সদস্য রিমন গত ৫ মার্চ বেতাগী উপজেলার ২ নম্বর কিসমত ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন। পল্লী বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের নামে আয়োজিত ওই জনসভায় তাঁর পছন্দের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ ছাড়া এমপি রিমন প্রার্থীদের মঞ্চে তুলে তাঁদের পক্ষে ভোট চান, যা ইউপি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে বরগুনার পুলিশ সুপারকে এ বিষয়ে দ্রুত মামলা করে তা কমিশনকে অবগত করার জন্য বলা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এমপিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না এবং সরকারি কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবেন না। আইন অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার শাস্তির বিধান রয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘কোন দল কতটুকু বিরক্ত হলো সেদিকে নজর রাখছি না। সর্বোচ্চ পর্যায়ের অনিয়মকারীর বিরুদ্ধেও আমরা মামলা করেছি। ভবিষ্যতে যেন কেউ এমন আচরণ করতে না পারে সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখছি। আমরা দল-মত-নির্বিশেষে সবার কাছে একটা সুন্দর নির্বাচন চাই। আশা করি, সবাই আমাদের সহযোগিতা করবে। যাঁরা দায়িত্ববান তাঁরা আরো বেশি সহযোগিতা করবেন, এটা আমাদের প্রত্যাশা।’

 


মন্তব্য