kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


সবিশেষ

চতুরের ভুল সিদ্ধান্ত

কালের কণ্ঠ ডেস্ক   

২ মার্চ, ২০১৬ ০০:০০কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। এ ক্ষেত্রে প্রশ্ন ওঠে, তাহলে কি অতি চালাক হওয়া যাবে না? কিংবা অতি চালাক কি বোকারই সমার্থক শব্দ? দীর্ঘদিন ধরে এ রকমের ধান্দার মধ্যে মনোবিজ্ঞানীরাও।

সম্প্রতি কয়েকজন বিজ্ঞানী অবশ্য এ ধান্দার জবাব খুঁজে পাওয়ার দাবি তুলেছেন।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মনোবিজ্ঞানীদের দলটি বলছে, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় চালাক ব্যক্তিদের মাথায় কয়েকটি উপায় খেলা করে। ফলে এসবের ভেতর থেকে সঠিক উপায় বেছে নিতে বেকায়দায় পড়েন তাঁরা। শেষমেশ এমন উপায়টি বেছে নেন, যেটা তেমন প্রাসঙ্গিক বা ফলপ্রসূ নয়।

উদাহরণ হিসেবে বিজ্ঞানীরা বলেন, ‘ক’ ও ‘খ’-এর ভেতর থেকে যেকোনো একটি বেছে নেওয়া সহজ। কিন্তু এর সঙ্গে ‘গ’ ও ‘ঘ’ যোগ হলে সিদ্ধান্ত নেওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। কয়েকটি গান একই সঙ্গে বাজালে যেমন কোনোটির দিকেই মনোযোগ দেওয়া যায় না, বিষয়টি অনেকটা সে রকমের। অর্থাৎ কোনো বিষয়ে বেশি বুদ্ধি খেলা করলে মস্তিষ্কের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। বিজ্ঞানীরা আরো জানান, কোনো কাজের প্রতিদান কিংবা পুরস্কারও মস্তিষ্কের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। সূত্র : ডেইলি মেইল।


মন্তব্য