বরগুনায় শারীরিক অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে মোসা. তাহমিনা বেগম (৬০) নামের এক নারী ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে বরগুনা শহরের ডিকেপি সড়কে এ ঘটনা ঘটে। তাহমিনা বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের সোনাতলা গ্রামের মো. নেছার উদ্দীনের স্ত্রী। বরগুনা থানার ওসি মো. মাসুদুজ জামান জানান, তাহমিনা দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিক, হৃদেরাগ, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। তিনি রবিবার বিকেলে বরগুনায় ডাক্তার দেখিয়ে রাতে শহরের ডিকেপি সড়কে মেয়ের বাসায় ছিলেন। সেখানে ভোরের দিকে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে রাত ৪টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর সোনাতলা গ্রামের নিজ বাড়িতে তাঁর লাশ দাফন করা হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের