kalerkantho


বিএসইসির রজত জয়ন্তী

আজ আধাঘণ্টা বেশি লেনদেন পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২৫ বছর পূর্তি বা রজত জয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আজ বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।

জানা গেছে, বিএসইসির রজত জয়ন্তী উপলক্ষে কর্মসূচির দিন আজ বুধবার স্বাভাবিক সময়ের চেয়ে আধাঘণ্টা বা ৩০ মিনিট বেশি লেনদেন হবে পুঁজিবাজারে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নিজ নিজ ওয়েবসাইটে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। দুই স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য দিনের মতোই আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। চলবে বিকেল ৩টা পর্যন্ত। অন্যান্য দিন বেলা আড়াইটা বা ২.৩০ মিনিট লেনদেন সম্পন্ন হতো। বৃহস্পতিবার থেকে আবারও স্বাভাবিক নিয়মেই লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেটেড ট্রেডিং রেগুলেশন ১৯৯৯-এর রুলস ৪ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে ডিএসইর এক বিজ্ঞপ্তিতে।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালের ৮ জুন।মন্তব্য