kalerkantho


বেসিক ব্যাংকের এমডির খোঁজে আগামী সপ্তাহে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বেসিক ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের লক্ষ্যে আগামী সপ্তাহের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ। তিনি বলেন, সার্চ কমিটি গঠন হয়ে গেলেই এমডি নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হবে। বর্তমান এমডি আগামী তিন মাস অফিস করবেন বলেও জানান তিনি।

গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বেসিক ব্যাংক চেয়ারম্যান। তিনি বলেন, ব্যাংকটি একসময় খারাপ অবস্থায় ছিল। কিন্তু পরবর্তী সময় আবার এটি ভালো করতে থাকে। তবে মিডলেভেলের কর্মকর্তাদের অনীহার কারণে এ ভালোর প্রবাহটা অব্যাহত রাখা যাচ্ছে না। বোর্ড আছে, বোর্ড পলিসি প্রহণ করে কিন্তু সেসব পলিসি বাস্তবায়িত হয় না।মন্তব্য