kalerkantho


ঢাকা ব্যাংকের ডিএমডি হিসেবে এ কে এম শাহনেওয়াজ পদোন্নতি পেয়েছেন

১৩ জুলাই, ২০১৮ ০০:০০ঢাকা ব্যাংকের ডিএমডি হিসেবে এ কে এম শাহনেওয়াজ পদোন্নতি পেয়েছেন

ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে এ কে এম শাহনেওয়াজ পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং লোকাল অফিসের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৯ সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং জীবন শুরু করেন। কর্মজীবনে তিনি মুসলিম কমার্শিয়াল ব্যাংক (এমসিবি), ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে বিভিন্ন পদে কর্মরত ছিলেন যার মধ্যে রয়েছে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন করপোরেট শাখায় ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ।মন্তব্য