kalerkantho


গফরগাঁওয়ে ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড়

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৩ জুন, ২০১৮ ০০:০০ময়মনসিংহের গফরগাঁওয়ের বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটায় উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। অধিকাংশই নারী ক্রেতা। তারা দল বেঁধে পণ্যের মূল্য যাচাই করতে ও পছন্দের পণ্য খুঁজতে ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। বিক্রি বেশি হওয়ায় ব্যবসায়ীরাও খুশি। গতকাল মঙ্গলবার গফরগাঁও পৌর শহরের কলেজ রোডের মুক্তা গার্ডেন সিটি, শহীদ বেলাল প্লাজা, সরকার ম্যানশন, জহুরা শপিং মল, মর্জিয়া শপিং মল, মোতালেব প্লাজা, আব্দুল মজিদ মার্কেট, জামতলা মোড়ের হাজী আফতাব টাওয়ার, সোহরাব মার্কেট, তাহের টাওয়ার, স্টেশন রোডের হেকিম ম্যানশন ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি দোকানে উপচেপড়া ভিড়। দোকানিরা ক্রেতার পছন্দের পণ্য দেখাতে হিমসিম খাচ্ছেন।

 মন্তব্য