kalerkantho


ফুটবল বিশ্বকাপ

দেড় লাখ টিভি বিক্রি করতে চায় ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুন, ২০১৮ ০০:০০বিশ্বকাপ ফুটবল ও ঈদ উপলক্ষে বেড়েছে এলইডি এবং স্মার্ট টেলিভিশন বিক্রি। বিশ্বকাপ উপলক্ষে উপহার ও বিশেষ ছাড়ে ক্রেতা আকৃষ্ট করতে উদ্যোগ নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।

ওয়ালটনের টেলিভিশন বিক্রি গত এপ্রিলের তুলনায় মে মাসে ৪১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মডেলভেদে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম কমিয়েছে ওয়ালটন। ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় চলছে নিশ্চিত ক্যাশব্যাক, সুযোগ রয়েছে ফ্রিজ-টিভি-এসি ফ্রি পাওয়া এবং আমেরিকা ও রাশিয়া ভ্রমণের।

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, রোজার ঈদ ও ফুটবল বিশ্বকাপকে ঘিরে চলতি বছরের মে ও জুন মাসে প্রায় দেড় লাখ টিভি বিক্রির টার্গেট নেওয়া হয়েছে। এরই মধ্যে গত মাসে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিভি বিক্রি হয়েছে। চলতি মাসে বিক্রি আরো বেড়েছে।

ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, বড় পর্দায় খেলা দেখার সুবিধা দিতে ওয়ালটনের ৪৯ ও ৫৫ ইঞ্চি টিভির দাম কমিয়ে আনা হয়েছে যথাক্রমে ৫৪ হাজার ৯০০ ও ৬৪ হাজার ৯০০ টাকায়। এ ছাড়া ৩৯ হাজার ৯০০ টাকায় ৪৩ ইঞ্চি এবং ১৯ হাজার ৯৯০ টাকায় ৩২ ইঞ্চি এলইডি টিভি দিচ্ছে ওয়ালটন।

 মন্তব্য