kalerkantho


সিলভা ফার্মাসিউটিক্যালসের আইপিও অনুমোদন

ওটিসি রুলসের নতুন খসড়া বিধিমালা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুন, ২০১৮ ০০:০০সিলভা ফার্মাসিউটিক্যালসের আইপিও অনুমোদন

শেয়ার ছেড়ে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ১০ টাকা অভিহিত মূল্যে তিন কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে কম্পানিটি।

গতকাল সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) রুলস ২০০১-এর নতুন খসড়া বিধিমালা অনুমোদন দিয়েছে কমিশন।

জানা যায়, ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহের মাধ্যমে সিলভা ফার্মাসিউটিক্যালস যন্ত্রপাতি ও কলকবজা ক্রয়, কারখানার ভবন নির্মাণ, ঋণ পরিশোধ ও আইপিওতে ব্যয় করবে। ২০১৬-১৭ অর্থবছরে কম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস ১.০৩ টাকা। আর ২০১৭ সালের ৩০ জুন পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৬.৪৮ টাকা। কম্পানিটির ইস্যু ব্যবস্থাপনায় রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

ওটিসি রুলস : ওভার দ্য কাউন্টার (ওটিসি) রুলস ২০০১-এর নতুন খসড়া বিধিমালা সংশোধনী সাপেক্ষে অনুমোদন দিয়েছে কমিশন। অনুমোদিত বিধিমালার ওপর জনমত যাচাইয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

 মন্তব্য