kalerkantho


পাবনা চেম্বারের ঈদসামগ্রী বিতরণ

পাবনা প্রতিনিধি   

১১ জুন, ২০১৮ ০০:০০বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের মতো ইফতার পার্টির আয়োজন না করে সে অর্থে অসহায় ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর হাতে ঈদসামগ্রী বিতরণ করেছে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (পিসিসিআই)। গত শনিবার দুপুরে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। পিসিসিআই সিনিয়র সহসভাপতি আলী মোর্ত্তজা বিশ্বাস সনি কালের কণ্ঠকে জানান, এ বছর ঈদুল ফিতরে সহস্রাধিক দুস্থ অসহায়ের হাতে ঈদসামগ্রী হিসেবে চাল, তেল, চিনি, সেমাই, লবণ, দুধ ইত্যাদি তুলে দেওয়া হয়। ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠনে সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির উপস্থিত ছিলেন।

 

 মন্তব্য