kalerkantho


বার্ষিক মুনাফায় ফিরেছে ভোডাফোন

১৭ মে, ২০১৮ ০০:০০বার্ষিক মুনাফায় ফিরেছে ভোডাফোন

ব্রিটিশ টেলিকম জায়ান্ট ভোডাফোন বার্ষিক মুনাফায় ফিরেছে বলে জানিয়েছে কম্পানি। সেই সঙ্গে জানানো হয়, দীর্ঘ নেতৃত্ব দেওয়া সিইও ভিট্টোরিও কোলাও এ বছরের শেষ নাগাদ পদত্যাগ করছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন গ্রুপের সিএফও নিক রিড। মার্চে শেষ হওয়া অর্থবছরে ভোডাফোনের নেট মুনাফা হয়েছে ২.৪ বিলিয়ন ইউরো।

ভিট্টোরিও কোলাও, সিইও, ভোডাফোনমন্তব্য