kalerkantho


২৫ বছর পূর্তি উদ্‌যাপন

‘প্রথম সারির ব্যাংক হবে এনসিসি’

নিজস্ব প্রতিবেদক   

১৭ মে, ২০১৮ ০০:০০‘প্রথম সারির ব্যাংক হবে এনসিসি’

এনসিসি ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।

বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরুর ২৫ বছর পূর্ণ করল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড। শুরু থেকেই আমানত ও ঋণ প্রবৃদ্ধির অনুপাত নির্ধারিত মাত্রার মধ্যে রেখে তারল্যের দিক দিয়ে স্বাচ্ছন্দ্যময় অবস্থানে ছিল ব্যাংকটি। এ ছাড়া বর্তমানে বৈদেশিক বাণিজ্যে ভালো প্রবৃদ্ধির পাশাপাশি রেমিট্যান্স আনায়নে পঞ্চম অবস্থানে রয়েছে ব্যাংকটি। খেলাপি ঋণও ৩ শতাংশের ঘরে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের নিয়ম-নীতি মেনে চলার মধ্যে দিয়েই এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দীন আহমেদ।

তিনি বলেন, ‘নিয়ম-নীতি পরিপালনের জন্য কখনো কখনো মুনাফা কম করতে হলেও আমরা সেটা থেকে সরে আসিনি। আমরা আশা করছি, আগামী দিনে নিয়ম-নীতি পরিপালনের মাধ্যমে দেশের প্রথম সারির ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে বেসরকারি এই ব্যাংকটি।’

গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে এনসিসি ব্যাংক ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। এর আগে ঋণের সুদের হার কমিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাংকটির চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘সরকারি আমানত বেসরকারি ব্যাংকগুলো এখনো পেতে শুরু করেনি। সরকারি ব্যাংকগুলো থেকেও যে আমানত পাওয়া যাচ্ছে তারও অনেক চড়া সুদ। সাড়ে ১০ থেকে ১১ শতাংশ সুদ চায় তারা। এই সুদে তহবিল সংগ্রহ করে ব্যাংকগুলো ঋণ দেবে কিভাবে। এই অবস্থায় ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনা খুবই কষ্ট হয়ে যাবে। এর জন্য একটি নীতিমালার বিষয়ে ব্যাংক পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন।’

১৩-১৪ শতাংশ সুদে ঋণ নিয়ে ব্যবসা করা কঠিন উল্লেখ করে এনসিসি ব্যাংক চেয়ারম্যান বলেন, ‘আমরা নিজেরাও ব্যবসায়ী। আমরা বুঝি এটা। এত বেশি সুদে ঋণ নিয়ে ব্যবসা করা সম্ভব নয়।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, পরিচালক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 মন্তব্য