kalerkantho


নটর ডেম অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

বাণিজ্য ডেস্ক   

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০নটর ডেম অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

কেলোগ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে ‘নটর ডেম অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সলিডারিটি’ গ্রহণ করেছেন নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। গবেষণা, প্রায়োগিক গবেষণা ও চর্চা, জনসেবা এবং লোকহিতৈষী কাজের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রেভারেন্ড জন আই জেনকিন্স এবং কেলোগস ফোর্ড প্রগ্রাম ইন হিউম্যান ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সলিডারিটির পরিচালক রেভারেন্ড রবার্ট ডাউড উভয়ে প্রফেসর ইউনূসের হাতে পুরস্কার তুলে দেন।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে অবস্থিত প্রখ্যাত নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নটর ডেম ফোরামের বসন্তকালীন সেমিস্টারে মূল ভাষণ দেন প্রফেসর ইউনূস। বিশ্ববিদ্যালয়টির ডানকান স্টুডেন্ট সেন্টারের ডাহনকে বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সমবেত প্রায় ৬৫০ জন শ্রোতার কাছে প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসায়ে তাঁর আত্মনিয়োগের কাহিনি তুলে ধরেন। কেওগ স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্সের নটর ডেম ইনিশিয়েটিভ ফর গ্লোবাল ডেভেলপমেন্টের পরিচালক রে অফেনহাইজারের সঙ্গে আলাপচারিতায় প্রফেসর ইউনূস বলেন, তিনি শুরুতে তাঁর নিজের পকেটের টাকা থেকে ঋণ দেওয়া শুরু করেন এবং পরে দরিদ্র মানুষকে, বিশেষ করে দরিদ্র নারীদের ছোট ছোট ঋণ দেওয়ার জন্য একটি ব্যাংক গড়ে তোলেন। ফাদার জেনকিন্স বলেন, ‘প্রফেসর ইউনূস আমাদের ব্যবসার একটি নতুন উপায় শিখিয়েছেন।’মন্তব্য