kalerkantho


ভারতের রপ্তানিতে ছয় বছরে সর্বোচ্চ প্রবৃদ্ধি

বাণিজ্য ডেস্ক   

১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০মার্চে শেষ হওয়া ২০১৭-১৮ অর্থবছরে ভারতের রপ্তানি বেড়েছে ৯.৮ শতাংশ, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। তবে একই সঙ্গে আমদানিও বেড়েছে প্রায় ২০ শতাংশ। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় তা দেশে ও দেশের বাইরে রপ্তানি মূল্য বাড়িয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে শুধু মার্চ মাসের হিসাবে ভারতের রপ্তানি ০.৭ শতাংশ কমে হয়েছে ২৯.১ বিলিয়ন ডলার। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য-উপাত্ত থেকে জানা যায়, গত মার্চ মাসে স্বর্ণালংকার ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানি কমেছে।

বাণিজ্য মন্ত্রণালয় আরো জানায়, গত চার মাসের মধ্যে এ প্রথম রপ্তানি কমেছে। বিশেষ করে গত মাসে তেল রপ্তানি কমেছে ১৩ শতাংশ এবং জেমস ও জুয়েলারি রপ্তানি কমেছে ১৭ শতাংশ। এ সময়ে আমদানি প্রবৃদ্ধিও কমে হয়েছে ৭ শতাংশ। মোট আমদানি হয় ৪২.৮ বিলিয়ন ডলারের পণ্য। এতে মার্চে বাণিজ্য ঘাটতি হয়েছে ১৩.৭ বিলিয়ন ডলার। আনুমানিক হিসাবে বলা হয়, ২০১৭-১৮ অর্থবছরে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়ে হবে ১৫৭ বিলিয়ন ডলার। যেখানে ২০১৬-১৭ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ১০৯ বিলিয়ন ডলার।

তবে রপ্তানিসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফাইও জানায়, রপ্তানি যা হয়েছে, তা ইতিবাচক। টাইমস অব ইন্ডিয়া।মন্তব্য