kalerkantho


প্রথম দিনে বাড়ল ২৩.৬ টাকা

সাউথ কুইনের লেনদেন চালু

নিজস্ব প্রতিবেদক   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০পুঁজিবাজারে লেনদেনে এলো বস্ত্র খাতের কুইন সাউথ টেক্সটাইল মিলস। গতকাল মঙ্গলবার কম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। অভিহিত মূল্য ১০ টাকার শেয়ার প্রথম দিনেই বেড়েছে ২৩.৬ টাকা। হিসাব অনুযায়ী এক দিনেই শেয়ার দাম বেড়েছে ২৩৬ শতাংশ।

আইপিও অনুমোদনের পর ‘এন’ ক্যাটাগরিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয়। লেনদেন চালু হওয়ায় কম্পানিটি শেয়ার ক্রয়ে ৩০ কার্যদিবসের মধ্যে কোনো মার্জিন ঋণ দিতে নিষেধ করেছে।

গত বছরের ১৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কম্পানিটির আইপিও অনুমোদন দেয়। গত ৭ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত আইপিও আবেদন গ্রহণ করা হয়। ১ ফেব্রুয়ারি শেয়ার বরাদ্দে লটারির ড্র অনুষ্ঠিত হলে ২৮ ফেব্রুয়ারি বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়।

কুইন সাউথ পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যে এক কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে। উত্তোলিত মূলধন দিয়ে কম্পানিটি স্বয়ংক্রিয় ওয়্যার হাউস নির্মাণ, নতুন মেশিনারিজ আমদানি, কারখানা আধুনিকায়ন, ঋণ পরিশোধ ও আইপিওর খরচ বাবদ ব্যয় করবে। কম্পানিটির ইস্যু ম্যানেজার আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।মন্তব্য