kalerkantho


ফোকসভাগেন গ্রুপের রেকর্ড আয়ে বেতন বেড়েছে ম্যাথিয়াস মুয়েলারের

১৪ মার্চ, ২০১৮ ০০:০০ফোকসভাগেন গ্রুপের রেকর্ড আয়ে বেতন বেড়েছে ম্যাথিয়াস মুয়েলারের

গাড়ি কম্পানি ফোকসভাগেন গ্রুপের রেকর্ড আয়ে বেতন বেড়েছে সিইও ম্যাথিয়াস মুয়েলারের। গত বছরের চেয়ে মুয়েলারের বেতন ও সুবিধাদি প্রায় ৪০ শতাংশ বেড়ে হয়েছে ১২.৪৭ মিলিয়ন ডলার। ২০১৭ সালে ফোকসভাগেনের অপারেটিং মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে ইলেকট্রিক এবং স্বচালিত গাড়ির দিকে যাচ্ছে।

ম্যাথিয়াস মুয়েলার

সিইও, ফোকসভাগেনমন্তব্য