kalerkantho


আইসিসির প্রথম ভাইস চেয়ার ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   

১৩ মার্চ, ২০১৮ ০০:০০আইসিসির প্রথম ভাইস চেয়ার ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) নতুন প্রথম ভাইস চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন পল পলম্যান। তিনি ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা। গত বৃহস্পতিবার টোকিওতে আইসিসির এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ল্ড কাউন্সিলে সর্বসম্মতভাবে আইসিসির নতুন প্রথম ভাইস চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন পল পলম্যান। এ ছাড়া জন ডাব্লিউ এইচ ডেন্টন এওকে আইসিসির পরবর্তী সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন। জন ডেন্টন বর্তমানে লিডিং অস্ট্রেলিয়ান ল ফার্ম করস চেম্বারস ওয়েস্টগার্থের প্রধান নির্বাহী কর্মকর্তা।

চলতি বছরের ১ জুলাই থেকে পলম্যান আইসিসির বর্তমান চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তালের স্থলাভিষিক্ত হবেন এবং সুনীল ভারতী মিত্তাল আইসিসির অনারারি চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন। আইসিসি বাংলাদেশ থেকে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লতিফুর রহমান এবং সেক্রেটারি জেনারেল আতাউর রহমানসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আইসিসি ন্যাশনাল কমিটির ৫০ জনেরও বেশি চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/সেক্রেটারি জেনারেল আইসিসি ওয়ার্ল্ড কাউন্সিলে যোগ দেন। পলম্যান বিশ্বখ্যাত একজন ব্যবসায়ী নেতা এবং করপোরেট সাসটেইনেবলিটির অগ্রপথিক। পলম্যান ২০১৫ সালে শুরু হওয়া টেকসই উন্নয়নের লক্ষ্য রূপদানকারী ইউএন সেক্রেটারি জেনারেলের উচ্চ স্তরের প্যানেলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তী সময়ে বিশ্ব লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ইউএন এসডিজি অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পেয়েছিলেন।মন্তব্য