kalerkantho

বাজারে এলো ইগলু দই

বাণিজ্য ডেস্ক   

২ মার্চ, ২০১৮ ০০:০০বাজারে এলো ইগলু দই

ইগলু : গতকাল ইগলু দই আইসক্রিমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিইও জি এম কামরুল হাসান। আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার মাজিদুল হক, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সুমিত চক্রবর্তী

দই ও আইসক্রিমের স্বাদে নতুনত্বের ছোঁয়ায় এবার ইগলু নিয়ে এলো ‘ইগলু দই’ আইসক্রিম।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই আইসক্রিমের উদ্বোধন করেন ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান।

সেখানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার মাজিদুল হক, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সুমিত চক্রবর্তীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইগলু দই আইসক্রিম পাওয়া যাবে এক লিটার টাবে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৫ টাকা এবং ১২০ মিলি কাপ আইসক্রিম, যার মূল্য ৪০ টাকা। ইগলু ব্র্যান্ডের অন্যান্য আইসক্রিমের মতো নতুন এই আইসক্রিমও বাজারে সাড়া ফেলবে বলে মনে করছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।মন্তব্য