kalerkantho


১৮০ কোটি ডলারের প্রতারণাপূর্ণ লেনদেন

চিহ্নিত করেছে ভারতীয় ব্যাংক

বাণিজ্য ডেস্ক   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০১৮০ কোটি ডলারের প্রতারণাপূর্ণ লেনদেন

১.৮ বিলিয়ন ডলারের প্রতারণাপূর্ণ লেনদেন চিহ্নিত করেছে ভারতের দ্বিতীয় বৃহৎ রাষ্ট্রীয় ব্যাংক। গতকাল বুধবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) এক বিবৃতিতে জানায়, ১.৭৭ বিলিয়ন ডলারের প্রতারণাপূর্ণ লেনদেন করা হয়েছে নির্দিষ্ট কিছু ব্যক্তির হিসাবে। যাতে হিসাবধারীদের পরোক্ষ সমর্থন ছিল। এ ঘটনা ঘটেছিল অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের একটি শাখায়।

ব্যাংক জানায়, এসব লেনদেনের ওপর ভিত্তি করে কিছু ব্যাংক এসব হিসাবধারীর বিদেশি হিসাবে অগ্রিম অর্থ দিচ্ছিল।

ব্যাংক জানায়, এ প্রতারণার ঘটনা আরো তদন্তের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে। ব্যাংক এ ব্যাপারে আর কোনো তথ্য দেয়নি এবং কারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাও জানায়নি। ব্লুমবার্গ নিউজ জানায়, অবৈধ লেনদেনের এ অর্থ গত বছর ব্যাংকের নেট আয়ের আট গুণ বেশি।

এ খবরে শেয়ারবাজারে ব্যাংকের দরপতন ঘটেছে। গতকাল মুম্বাই স্টক এক্সচেঞ্জে পিএনবির শেয়ারের দর পড়ে ৯.২২ শতাংশ।

উল্লেখ্য, ভারতের রাষ্ট্রীয় ব্যাংকগুলো মন্দ ঋণে জর্জরিত। ফলে পুঁজির অভাবে থাকা ব্যাংকগুলোতে ভারত সরকার নতুন করে অর্থ দিচ্ছে। এ অবস্থায় প্রতারণাপূর্ণ এ লেনদেনের খবর নতুন করে বিতর্ক তৈরি করবে। এএফপি।মন্তব্য