kalerkantho


ফিলিপাইনের সঙ্গে সরাসরি বিমান চলাচলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ফিলিপাইনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশ থেকে সরাসরি বিমান চলাচলের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান। গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেনটি ভিভেনকো টি ডিসিসিআইয়ের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

আবুল কাসেম খান বলেন, বর্তমানে ঢাকা এবং ম্যানিলার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ নেই, যা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কিছুটা হলেও প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এবং তা নিরসনে ঢাকা ও ম্যানিলার মধ্যকার সরাসরি বিমান যোগাযোগের উদ্যোগ নেওয়া জরুরি।

ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নের জন্য এ খাতে বিদেশি বিনিয়োগের খুবই প্রয়োজন এবং এ জন্য তিনি অবকাঠামো খাতে বিনিয়োগে ফিলিপাইনের উদ্যোক্তাদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

ডিসিসিআইয়ের সভাপতি বলেন, ফিলিপাইন প্রতিবছর ইলেকট্রনিকস পণ্য, যোগাযোগ মেশিনারিজ, রড ও স্টিল, টেক্সটাইল ফেব্রিক্স, কেমিক্যাল ও প্লাস্টিক পণ্য প্রচুর পরিমাণে আমদানি করে এবং এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির জন্য ফিলিপাইনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

ফিলিপাইনের রাষ্ট্রদূত বলেন, ফিলিপাইনের উদ্যোক্তাদের বাংলাদেশে তথ্য-প্রযুক্তি, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, পর্যটন ও ট্রান্সপোর্টেশন, কৃষি, মত্স্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগে প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, প্রযুক্তিগত জ্ঞানের আদান-প্রদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং পর্যটন খাতের উন্নয়ন ফিলিপাইন ও বাংলাদেশি উদ্যোক্তারা যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিসিসিআই সহসভাপতি রিয়াদ হোসেন, পরিচালক হোসেন এ সিকদার, হুমায়ুন রশিদ, খন্দকার রাশেদুল আহসান, মো. আলাউদ্দিন মালিক, প্রকৌশলী মো. আল আমিন, এস এম জিল্লুর রহমান, ওয়াকার আহমদ চৌধুরী, মহাসচিব এ এইচ এম রেজাউল কবির প্রমুখ।মন্তব্য