kalerkantho


দেশের প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার কারখানা উদ্বোধন

এবার হার্ডওয়্যার শিল্পে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০এবার হার্ডওয়্যার শিল্পে ওয়ালটন

গতকাল ওয়ালটনের কম্পিউটার কারখানা উদ্বোধন শেষে বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক

দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনের পর এবার হার্ডওয়্যার শিল্পে পা রাখল ওয়ালটন। গতকাল ওয়ালটনের নবনির্মিত কম্পিউটার কারখানা উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। এর মধ্য দিয়ে বৈশ্বিক বড় বড় কম্পিউটার তৈরির ব্র্যান্ডের সঙ্গে নিজেদের নাম লেখাল ওয়ালটন। ওয়ালটনের এই কারখানায় তৈরি হতে যাচ্ছে ইন্টেলের সর্বশেষ প্রজন্মের প্রসেসরযুক্ত ল্যাপটপ। উৎপাদিত হবে সাশ্রয়ী মূল্যের বিভিন্ন মডেলের ওয়ালটন ডেস্কটপ এবং মনিটর। প্রাথমিকভাবে এই কারখানায় মাসে উৎপাদন লক্ষ্যমাত্রা ৬০ হাজার ইউনিট ল্যাপটপ, ৩০ হাজার ইউনিট ডেস্কটপ এবং আরো ৩০ হাজার ইউনিট মনিটর। পর্যায়ক্রমে কম্পিউটারের অন্যান্য অ্যাকসেসরিজসহ পেন ড্রাইভ, কি-বোর্ড এবং মাউস উৎপাদনে যাবে ওয়ালটন।

গতকাল বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় নবনির্মিত ওয়ালটন কম্পিউটার কারখানা উদ্বোধনকালে মোস্তাফা জব্বার বলেন, ‘একটি হাইটেক পার্কে যা যা থাকা দরকার, তার সব কিছুই ওয়ালটনের রয়েছে। তারা আবেদন করলে হাইটেক পার্কের সকল সুযোগ-সুবিধা পাবে।’ তিনি আরো বলেন, ওয়ালটন কারখানায় দুই স্তরবিশিষ্ট মাদারবোর্ড তৈরি হচ্ছে। চলতি বছরের মধ্যেই ওয়ালটন মাল্টিলেয়ার মাদারবোর্ড তৈরিসহ কম্পিউটারের সব কিছুই যেমন র‌্যাম, এএসডি ডিভাইসেস ইত্যাদি নিজেরাই তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেন, ‘বাংলাদেশে কম্পিউটার কারখানা স্থাপন করেছে ওয়ালটন। এটি একটি সাহসী উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

সফটওয়্যার খাতের মতো হার্ডওয়্যার খাতেও সরকারি সহযোগিতার আশ্বাস দিয়ে পলক আরো বলেন, শুধু সাহসী উদ্যোগ থাকলেই চলবে না, তার সঙ্গে দরকার সরকারের সহযোগিতা। এ দুটি মিলেই আসবে সফলতা।

গতকাল বৃহস্পতিবার ওয়ালটন ডিজিটেক কারখানায় পৌঁছলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম শামসুল আলম ও এমডি এস এম আশরাফুল আলম, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম। উদ্বোধন শেষে কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন অতিথিরা। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজে কম্পিউটার উৎপাদন ইউনিটে স্থাপন করা হয়েছে জাপানি ও জার্মান প্রযুক্তির মেশিনারিজ। গড়ে তোলা হয়েছে ল্যাপটপ ও কম্পিউটার ডিজাইন ডেভেলপ, গবেষণা ও উন্নয়ন বিভাগ, মাননিয়ন্ত্রণ বিভাগ ও টেস্টিং ল্যাব। অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে এসএমটি সিস্টেমের মাধ্যমে পিসিবির (প্রিন্টেড সার্কিট বোর্ড) ওপর অতি নিখুঁতভাবে সূক্ষ্ম সূক্ষ্ম পিন বসিয়ে উচ্চ গুণগত মানের পিসিবিএ বা মাদারবোর্ড তৈরি শুরু হয়েছে।মন্তব্য