kalerkantho


ব্র্যাক ও সিঙ্গার একসঙ্গে

বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ পাবে পাঁচ হাজার নারী

বাণিজ্য ডেস্ক   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০সিঙ্গারের সহায়তায় দেশব্যাপী পাঁচ হাজার সুবিধাবঞ্চিত নারীকে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ দেবে ব্র্যাক। এ লক্ষ্যে ‘অবলম্বন’ নামে একটি বিশেষ উদ্যোগে একসঙ্গে কাজ করতে ব্র্যাক ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সিঙ্গার এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও এবং সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান গ্যাভিন জে ওয়াকার এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের চিফ ফিন্যানশিয়াল অফিসার মোহাম্মদ মামদুদুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, সিঙ্গার ওয়ার্ল্ড করপোরেশনের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও স্টিফেন এইচ গুডম্যান এবং সিঙ্গার বাংলাদেশের এমডি এবং সিইও এম এইচ এম ফাইরোজসহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।মন্তব্য