kalerkantho


ইলেকট্রিক গাড়ি তৈরিতে বিনিয়োগ হবে ৯০ বিলিয়ন ডলার

বাণিজ্য ডেস্ক   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ইলেকট্রিক গাড়ি তৈরিতে ৯০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বৈশ্বিক গাড়ি কম্পানিগুলো। এ বিনিয়োগ ক্রমান্বয়ে আরো বাড়বে। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, আমেরিকার ফোর্ড মোটর কম্পানি জানিয়েছে তারা ইলেকট্রিক গাড়ি উৎপাদনে বিনিয়োগ দ্বিগুণ করবে।

বর্তমানে বিশ্বে প্রতিবছর গাড়ি বিক্রি হয় ৯০ মিলিয়ন। এর মধ্যে মাত্র ১ শতাংশ ইলেকট্রিক গাড়ি। পরিবেশ সুরক্ষার তাগিদে এ ক্ষুদ্র খাতেই বিপুল অঙ্কের বিনিয়োগ আসছে। এ খাতের প্রভাবশালী প্রতিষ্ঠান টেসলা ইনকরপোরেশনের এলন মাস্ক গত বছর তিন মডেলের এক লাখ ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে। জানা যায়, বিশ্বের শীর্ষ গাড়ি কম্পানিগুলো আরো ডজনখানেক নতুন ব্যাটারির ও হাইব্রিড গাড়ি বাজারজাত করতে যাচ্ছে আগামী পাঁচ বছর। এর বেশির ভাগই চীনে।

গত রবিবার ডেট্রয়েট অটো শোতে ফোর্ড মোটরের চেয়ারম্যান বিল ফোর্ড বলেন, ‘ইলেকট্রিক গাড়ি উৎপাদনে আগামী ২০২২ সাল পর্যন্ত আমরা ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করব। আমাদের হাইব্রিড ও পুরোপুরি ইলেকট্রিক লাইনআপে ৪০ মডেলের গাড়ি রয়েছে। এর মধ্যে ১৬টি হবে ইলেকট্রিক আর বাকিগুলো হবে প্লাগ-ইন হাইব্রিড।’ তিনি বলেন, ‘এ ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ক্রেতারা কি আমাদের সঙ্গে থাকবে?’

যুক্তরাষ্ট্রের গাড়ির খুচরা বিক্রেতা অটোনেশন ইনকরপোরেশনের সিইও মাইক জ্যাকসন বলেন, যুক্তরাষ্ট্রে আগামী ২০৩০ সাল নাগাদ নতুন গাড়ি বিক্রির ১৫ থেকে ২০ শতাংশ হবে ইলেকট্রিক গাড়ি। এ সময়ে যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক গাড়ি খাতে বিনিয়োগ হবে ১৯ বিলিয়ন ডলার, চীনে ২১ বিলিয়ন ডলার এবং জার্মানিতে বিনিয়োগ হবে ৫২ বিলিয়ন ডলার।

ডিমলার এজি জানায়, ১০টি পুরোপুরি ইলেকট্রিক ও ৪০টি হাইব্রিড মডেলের গাড়ি আনতে তারা কমপক্ষে ১১.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। জেনারেল মোটরস করপোরেশনের পরিকল্পনা হচ্ছে ২০২৩ সাল নাগাদ ২০টি নতুন ব্যাটারির ইলেকট্রিক গাড়ি বাজারে আনা। রয়টার্স।মন্তব্য