kalerkantho


জ্বালানি তেলের দাম ৭০ ডলার

বাণিজ্য ডেস্ক   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০জ্বালানি তেল উৎপাদন কমানোর সুফল পাচ্ছে রপ্তানিকারক দেশগুলো। গত সোমবার বিশ্ববাজারে অশোধিত ব্রেন্ট তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি হয় ৭০ ডলার। গতকাল মঙ্গলবারও এ দাম অব্যাহত ছিল। বাজারসংশ্লিষ্টরা জানায়, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়ার উৎপাদন কমানোর পর থেকেই দাম ক্রমান্বয়ে বাড়তে থাকে। যদিও যুক্তরাষ্ট্র ও কানাডায় তেল উত্তোলন কার্যক্রম বেড়েছে, যা আগামী দিনে উৎপাদন আরো বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অশোধিত ব্রেন্ট তেলের দাম ১৩ সেন্ট বেড়ে হয় ব্যারেলপ্রতি ৭০ ডলার। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস অশোধিত তেলের দাম ২৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি হয় ৬৪.৫৩ ডলার।

মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমাতে ওপেক ভুক্ত দেশগুলো এবং রাশিয়া ২০১৬ সালে উৎপাদন কমানোর একটি চুক্তি করে। গত বছর তা ২০১৮ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। রয়টার্স।মন্তব্য