kalerkantho


বাণিজ্য মেলায় হাতিলের ভার্চুয়াল শোরুম

বাণিজ্য ডেস্ক   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০বাণিজ্য মেলায় হাতিলের ভার্চুয়াল শোরুম

হাতিল ভি বা হাতিল ভার্চুয়াল শোরুম চালু হলো। পূর্ণাঙ্গ এই ভার্চুয়াল শোরুমটি নিয়ে এসেছে ফার্নিচার ব্র্যান্ড ‘হাতিল’। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে হাতিলের প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ০১-এ অবস্থিত এই হাতিল ভির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। প্রতিমন্ত্রী অতিথিদের সঙ্গে হাতিল ভির ভার্চুয়াল অভিজ্ঞতা উপভোগ করেন।

তিনি তাঁর বক্তব্যে এই ধরনের উদ্ভাবনী বিষয় নিয়ে আসার জন্য হাতিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাতিল কমপ্লেক্সের এমডি সেলিম এইচ রহমান।

ক্রেতারা হাতিল ভি বা ভার্চুয়াল শোরুমে উপস্থিত হয়ে দেখে নিতে পারবেন হাতিলের ফার্নিচারগুলো। যে ফার্নিচারগুলো ভার্চুয়ালি সাজানো আছে বিভিন্ন স্পেস এবং রুমের পরিবেশের মধ্যে। এ ছাড়া তারা তাদের পছন্দের ফার্নিচার বেছে নিয়ে তার উড কালার এবং ফ্যাব্রিক প্যাটার্ন পরিবর্তন করতে পারবেন, এমনকি পাশাপাশি রেখে ফার্নিচারের তুলনামূলক পর্যালোচনাও করে দেখতে পারবেন। ক্রেতারা ফার্নিচার বাছাইয়ের পর মূল্য পরিশোধ করে কিনতে পারবেন ভার্চুয়াল শোরুম থেকে।মন্তব্য