kalerkantho

করপোরেট কর্নার

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০করপোরেট কর্নার

পিবিএল এক্সচেঞ্জ : লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম নারী স্পিকার বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার বাংলাদেশ সফরে এলে পিবিএল এক্সচেঞ্জ (ইউকে) লিমিটেড, ইউকের পক্ষ থেকে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাবিনা আক্তারের হাতে ক্রেস্ট তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি।


মীনা সুইট্স : মীনা সুইট্স সম্প্রতি ধানমণ্ডি ১০ নম্বরে তাদের ১৪তম শাখা খুলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন, জেমকন গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান ও মীনা সুইটেসর সিইও সাঈদ আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।


এনসিসি ব্যাংক : এনসিসি ব্যাংকের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন গত রবিবার হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে শেষ হয়েছে। ব্যাংকের ১০৯টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমদ অনুষ্ঠানে সভাপতি ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।


উত্তরা মোটরস : উত্তরা মোটরস সম্প্রতি দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাবনা জেলার কাশিনাথপুরে সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের পাবনা শাখার ইনচার্জ মুজিবুর রহমান, কাশিনাথপুর থানার ওসি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনামসহ স্থানীয় ডিলাররা। সংবাদ বিজ্ঞপ্তি।


ব্যাংক এশিয়া : ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি মো. আরফান আলী সম্প্রতি রাজধানীর লালমাটিয়ায় ব্যাংক এশিয়া প্রশিক্ষণ ও উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত ডেভেলপিং অপারেশনাল লিডারশিপ ফর সাসটেইনেবল গ্রোথ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের সঙ্গে উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন


পূবালী ব্যাংক : পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের প্রথম সম্মেলন সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হুসাইন। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।


এসআইবিএল : ঢাকার মিরপুর-১ এ সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১৩৯তম শাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, পরিচালক মো. নবী উল্লাহ এবং পরিচালক ড. মো. জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য