kalerkantho


খলিলুর রহমান বিএলএফসিএর সভাপতি

বাণিজ্য ডেস্ক   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০খলিলুর রহমান বিএলএফসিএর সভাপতি

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের এমডি মো. খলিলুর রহমান এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডের সিইও এস এম ফরমানুল ইসলাম যথাক্রমে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) সভাপতি ও সহসভাপতি হিসেবে দুই বছর মেয়াদে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন ইফতেখার আলী খান, এমডি, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, মোহাম্মদ মাসুম, সিইও, বিডি ফাইন্যান্স, আব্দুল হামিদ মিয়া, এমডি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, সান্তানু সাহা, এমডি, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, শফিক-উল-আযম, এমডি, মাইডাস ফাইন্যান্সিং, মোমিনুল ইসলাম, এমডি, আইপিডিসি ফাইন্যান্স, রাশেদুল হক, এমডি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস, মো. আহসান কবির খান, এমডি (চলতি দায়িত্ব), প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইরতেজা আহমেদ খান, সিইও, মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।মন্তব্য