kalerkantho


সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক   

১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০একটানা পাঁচ কার্যদিবস নিম্নমুখিতার পর ষষ্ঠ দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। পাঁচ দিনের ডিএসইর প্রধান সূচক কমেছে ১৩০ পয়েন্ট আর লেনদেন নেমেছে ৩০০ কোটি টাকার ঘরে। এদিকে ষষ্ঠ দিনে মূল্যসূচক বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে। যদিও এর আগের টানা পাঁচ দিনও সূচক কমেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৫১ লাখ টাকা। আর মূল্যসূচক বেড়েছে প্রায় ৭ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৩০ লাখ টাকা। আর সূচক কমেছিল ২৬ পয়েন্ট।

গতকাল সূচক দাঁড়িয়েছে ছয় হাজার ১৭৯ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ৬.৭৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৬০ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩৩৪ কম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬২ কম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৯২ লাখ টাকা। আর মূল্যসূচক কমেছে ০.৩৩ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৩১ কোটি ৪৭ লাখ টাকা। আর সূচক কমেছিল ৫০ পয়েন্ট। গতকাল লেনদেন হওয়া ২৩৪ কম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, দাম কমেছে ১২৬টির।মন্তব্য