kalerkantho


দ্য ফারমার্স ব্যাংক লিমিটেডে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ

১০ জানুয়ারি, ২০১৮ ০০:০০দ্য ফারমার্স ব্যাংক লিমিটেডে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ

দ্য ফারমার্স ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও হিসেবে রবিবার দায়িত্ব গ্রহণ করেছেন মো. এহসান খসরু। তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত ছিলেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ব্যাংকিং কর্মজীবনে তিনি ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক এবং এমডি হিসেবে প্রাইম ব্যাংকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০০৭ সালে ইস্টার্ন ব্যাংকের আগে তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, রয়েল ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব মনট্রিয়লে দীর্ঘদিন নিযুক্ত ছিলেন।মন্তব্য