kalerkantho


পুঁজিবাজার নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক   

১০ জানুয়ারি, ২০১৮ ০০:০০পুঁজিবাজার নিম্নমুখী

টানা চার কার্যদিবস ধরে কমছে পুঁজিবাজারের মূল্যসূচক ও লেনদেন। সেই সঙ্গে কমছে বেশির ভাগ কম্পানির শেয়ার দাম। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ তুলনামূলক কম হওয়ায় নিম্নমুখী হয়েছে বাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজার ডিএসই ও সিএসই সূচক ও লেনদেন কমেছে। আগের দিনও দুই বাজারেই সূচক কমেছিল। তবে ডিএসইতে সূচক ও লেনদেন নিম্নমুখী থাকলেও সিএসইতে লেনদেন বেড়েছিল।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ১২ লাখ টাকা। আর সূচক কমেছে ১২ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৭ কোটি ৫৫ লাখ টাকা আর সূচক কমেছিল ৫৯ পয়েন্ট। লেনদেন হওয়া ৩৩৫টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ৬৮টি কম্পানির শেয়ার দাম। সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৭৩ লাখ টাকা। আর সূচক কমেছে ৩১ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৪০ কোটি ১১ লাখ টাকা। আর সূচক কমেছিল ১০২ পয়েন্ট। লেনদেন হওয়া ২২৯টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১২১টি শেয়ার।মন্তব্য