kalerkantho


আইপে সিস্টেমসের অপারেশন শুরু

বাণিজ্য ডেস্ক   

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০আইপে সিস্টেমসের অপারেশন শুরু

আইপে সিস্টেমস আনুষ্ঠানিকভাবে গুলশান -১ এভিনিউয়ের আইপে অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে তার অপারেশন শুরু করার ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. শহিদুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন, আইপে পরিচালকমণ্ডলী মো. মিজানুর রহমান, মানজানুর রাহমান, রেজাউল হোসেন, রেহনুমা আহসান এবং মোহাম্মদ নুরুল আমিন, উপদেষ্টাসহ আইপে সিস্টেমস লিমিটেডের কর্মচারীরা।

অনুষ্ঠানে জানানো হয়, আইপে হলো বাংলাদেশে প্রথম অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম এবং এটি সম্প্রতি তার বিটাফেজটি সম্পন্ন করেছে। এখন মার্কেট অপারেশনের জন্য এটি সম্পূর্ণরূপে প্রস্তুত। আইপে দৈনিক লেনদেনের জন্য একটি নিরাপদ পেমেন্ট সিস্টেম। যেকোনো ব্যক্তি তাদের মোবাইল ফোন বা কম্পিউটার থেকে ইন্টারনেটে সংযুক্ত হয়ে এটি ব্যবহার করতে পারবে।

এই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সদস্যরা টাকা পেমেন্ট করা, সেন্ড/রিকোয়েস্ট ও রিসিভ করা, মোবাইল ব্যালান্স রিচার্জ, অনলাইন শপিং এবং আরো অনেক সার্ভিসের সুবিধা নিতে পারবেন। আইপে বাংলাদেশে ক্যাশলেস সমাজ তৈরি করতে ও দেশের ফিনটেক জগেক বদলে দিতে প্রস্তুত।

আইপে সিস্টেমসকে বাংলাদেশ ব্যাংক থেকে কর্তৃক চঝচ (পেমেন্ট সার্ভিস প্রদানকারী) হিসেবে সেবা প্রদানের জন্য অনুমোদনপ্রাপ্ত।

যে কোন বাংলাদেশি নাগরিক অ্যাপল অথবা গুগল প্লেস্টোর (iPay  Bangladesh) থেকে এটি ডাউনলোড করে নতুন অ্যাকাউন্টের জন্য সাইনআপ করতে পারবেন। এছাড়া ওয়েবসাইট রঢ়ধু.পড়স.নফ থেকেও নতুন অ্যাকাউন্ট করতে পারবেন।মন্তব্য