kalerkantho


আইপিডিসি ফাইন্যান্সের এমডি ও সিইও মনোনীত

২ জানুয়ারি, ২০১৮ ০০:০০আইপিডিসি ফাইন্যান্সের এমডি ও সিইও মনোনীত

তৃতীয়বারের মতো আইপিডিসি ফাইন্যান্সের এমডি ও সিইও মনোনীত হয়েছেন মমিনুল ইসলাম। সম্প্রতি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে এই পদে আবারও মনোনীত করা হয়, যা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদিত হয়। তিনি ২০১২ সাল থেকে আইপিডিসিতে দুই দফায় এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬ সালে হেড অব অপারেশনস হিসেবে আইপিডিসিতে যোগ দেন।মন্তব্য