kalerkantho


অ্যাপলের সিইও টিম কুকের বোনাস বেড়েছে

২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০অ্যাপলের সিইও টিম কুকের বোনাস বেড়েছে

২০১৭ অর্থবছরে অ্যাপলের সিইও টিম কুকের বোনাস বেড়েছে ৭৪ শতাংশ। আইফোন বিক্রিতে রাজস্ব ও নেট আয় বাড়ার কারণে বড় অঙ্কের বোনাস পেয়েছেন তিনি। কুক মোট প্রণোদনা পেয়েছেন ৯.৩৩ মিলিয়ন ডলারের। বেতন বাবদ পেয়েছেন ৩.০৬ মিলিয়ন ডলার, ইক্যুয়িটি পেয়েছেন ৮৯.২ মিলিয়ন ডলার। সব মিলিয়ে এ বছর তাঁর আয় প্রায় ১০২ মিলিয়ন ডলার।

 

টিম কুক

সিইও, অ্যাপলমন্তব্য