kalerkantho


রবীন্দ্রসরোবরে প্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব কাল

নিজস্ব প্রতিবেদক   

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে শহরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে রাজধানীতে তিন দিনব্যাপী ‘প্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব’ শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার ধানমণ্ডির রবীন্দ্রসরোবরে এ উৎসব শুরু হবে।

পুুঁথি পাঠ, গাজীর কিচ্ছা, পালাগান, পুতুলনাচ, বায়োস্কোপ, নাগরদোলা, পালকি, লাঠিখেলা ও বানরনাচে ভরপুর থাকবে তিন দিনের এ আয়োজন। থাকবে ঢেঁকি, কুলা, মাথাল, জাঁতাকলসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা প্রদর্শনী। এ ছাড়া বসবে ৩০টি বাহারি পিঠার স্টল।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বঙ্গ মিলারসের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ বলেন, ‘কালের বিবর্তনে আমাদের সংস্কৃতি থেকে অনেক ঐতিহ্যবাহী উৎসব হারিয়ে যাচ্ছে। নবান্ন উৎসবের মতো এমন গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসবকে শহরের মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য।’ সংবাদ সম্মেলনে বঙ্গ মিলারসের ক্যাটাগরি ম্যানেজার মো. মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।মন্তব্য