kalerkantho


ক্রিপটোকারেন্সি ব্যবসার সঙ্গে জড়িত গ্যালাক্সি ইনভেস্টমেন্ট পার্টনার্স

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ক্রিপটোকারেন্সি ব্যবসার সঙ্গে জড়িত গ্যালাক্সি ইনভেস্টমেন্ট পার্টনার্স

মূল ধারার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আগামী ছয় থেকে আট মাসের মধ্যেই বিটকয়েন গ্রহণ করছে বলে জানিয়েছেন গ্যালাক্সি ইনভেস্টমেন্ট পার্টনার্সের প্রধান নির্বাহী মাইক নোভোগ্রেজ। এ প্রতিষ্ঠানটি ক্রিপটোকারেন্সি ব্যবসার সঙ্গে জড়িত। এ বছর বিটকয়েনের দাম প্রায় ৫৮০ শতাংশ বাড়লেও বড় বিনিয়োগকারীরা এখনো সন্দেজনক হিসেবেই দেখছে এটিকে। তাদের ধারণা, এ বাজার অনেক বেশি অস্থির।

 

মাইক নোভোগ্রেজ

সিইও, গ্যালাক্সি ইনভেস্টমেন্ট পার্টনার্সমন্তব্য