kalerkantho


গ্লোবাল বিজনেস কনভেনশন সিলেটে কাল

সিলেট অফিস   

২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৯টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আগামী শনিবার থেকে সিলেটে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন’। ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ থেকে ২৭ অক্টোবর নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এ কনভেনশনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। গতকাল বুধবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এনাম আলী এমবিই।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, ‘প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্টকরণের লক্ষ্যে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা আশাবাদী এ কনভেনশনের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাত, রপ্তানিমুখী শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হবে।’মন্তব্য