ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৯টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আগামী শনিবার থেকে সিলেটে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন’। ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ থেকে ২৭ অক্টোবর নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এ কনভেনশনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। গতকাল বুধবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এনাম আলী এমবিই।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, ‘প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্টকরণের লক্ষ্যে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা আশাবাদী এ কনভেনশনের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাত, রপ্তানিমুখী শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হবে।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের