kalerkantho


বেনাপোলে পণ্য ওঠানামায় নতুন ক্রেন

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০আমদানি-রপ্তানি বাণিজ্যে পণ্যজট ও যানজট কমাতে বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামায় যোগ হয়েছে নতুন ক্রেন। চার কোটি টাকা ব্যয়ে ক্রয়কৃত এ আধুনিক ক্রেনে মালপত্র ওঠানামা শুরু হয়েছে গতকাল সোমবার থেকে। দুুপুরে ফিতা কেটে ক্রেনটির উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দর ডিরেক্টর আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক (প্রশাসন) রেজাউল করিম, সহকারী পরিচালক মেহেদী হাসান, সিবিআই নেতা মনির হোসেন প্রমুখ।

আমিনুল ইসলাম বলেন, বেনাপোল স্থলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য বেড়েছে। বন্দরে ছয়টি ছোট-বড় ক্রেন ও সাতটি ফরকলিফট দিয়ে চলছিল পণ্য লোড-আনলোডিংয়ের কাজ। অনেক ভারী পণ্য লোডিংয়ে বড় ধরনের সমস্যা ছিল। এ অবস্থায় চার কোটি ব্যয়ে ৩৫ টন পণ্য বহনে সক্ষম ক্রেনটি দিয়ে প্রতিদিন দুই হাজার মেট্রিক টন পণ্য হ্যান্ডলিংয়ের কাজ করা যাবে। ফলে কমবে পণ্যজটসহ যানজট। এটি আধুনিক ও নতুন সংযোজন বলে জানান তিনি।মন্তব্য