kalerkantho


১১০ সিসির হোন্ডা ‘লিভো’ বাজারে

বাণিজ্য ডেস্ক   

১৯ জুন, ২০১৭ ০০:০০১১০ সিসির হোন্ডা ‘লিভো’ বাজারে

মোটরসাইকেল উৎসাহীদের জন্য ১১০ সিসির মোটরবাইক ‘লিভো’ বাজারে এনেছে জাপানিজ ব্র্যান্ড হোন্ডা। মডেলটি আগামী ২২ জুন থেকে হোন্ডার সব ডিলার শোরুমে পাওয়া যাবে। নতুন এই মোটরসাইকেল এক লাখ ৩৫ হাজার ৫০০ টাকায় (ডিস্ক ব্রেক) টাকায় কেনা যাবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ডিজাইন, বিশ্বব্যাপী হোন্ডার গুণগতমান, পরিবেশবান্ধব এবং সর্বোত্তম জ্বালানি দক্ষতাসহ লিভো দিচ্ছে ২ বছর বা ২০ হাজার কিলোমিটারের ওয়ারেন্টি অফার। এ ছাড়া আছে বিনা মূল্যে ৪টি সার্ভিসিং সুবিধা। বিস্তারিত জানা যাবে .িনফযড়হফধ.পড়স ওয়েবসাইটে।


মন্তব্য