kalerkantho

রাশিয়ার শীর্ষ ধনী

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০রাশিয়ার শীর্ষ ধনী

টানা দ্বিতীয় বছর রাশিয়ার শীর্ষ ধনী হয়েছেন লিওনিড মিখেলসন। তিনি দেশটির গ্যাস কম্পানি নোভাটেকের সবচেয়ে বড় অংশীদার, চেয়ারম্যান ও সিইও। গতকাল এক প্রতিবেদনে ফোর্বস ম্যাগাজিন জানায়, তাঁর সম্পদের পরিমাণ ১৮.৪ বিলিয়ন ডলার। ৬১ বছর বয়সী এ ধনকুবেরের সম্পদ এক বছরে বেড়েছে চার বিলিয়ন ডলার। এ ছাড়া দেশটির শীর্ষ ২০০ ধনীর সম্পদ এক বছরে ১০০ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৪৬০ বিলিয়ন ডলার।

 

লিওনিড মিখেলসন

সিইও, নোভাটেক


মন্তব্য