kalerkantho


শেরপুরে এনবিআর চেয়ারম্যান

করব্যবস্থায় গতি আনবে নতুন ভ্যাট আইন

শেরপুর প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৭ ০০:০০করব্যবস্থায় গতি আনবে নতুন ভ্যাট আইন

কর ব্যবস্থাকে গতিশীল করতে নতুন নতুন আইন হচ্ছে। এর ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। আগামী ১ জুলাই থেকে দেশে নতুন ভ্যাট আইন-২০১৭ কার্যকর করা হবে। গতকাল শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন কাস্টমস স্টেশনে এক মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ কথা বলেন।

তিনি আরো বলেন, রাজস্ব হলো উন্নয়নের অক্সিজেন, আমরা রাজস্ব ব্যবস্থাকে জনমুখী এবং বিনিয়োগ ও শিল্পবান্ধব দেশে পরিণত করব।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের রপ্তানি বাণিজ্য বাড়ানোর তাগিদ দেন এবং ভোগাই নদী ও স্থলবন্দর ঘিরে পর্যটন শিল্প গড়ে তোলার আহ্বান জানান। এতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনবিআর সদস্য গ্রেড-১ (শুল্কনীতি) ফরিদ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (হিসাব) যুগ্ম সচিব গাজী আলী নেকবর, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, নালিতাবাড়ী আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।মন্তব্য