kalerkantho


সামিটের একীভূতকরণে অনিয়ম

দুই স্টক এক্সচেঞ্জের কর্তাদের সতর্ক করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০সামিট পাওয়ার লিমিটেডের সঙ্গে এই গ্রুপের তিন কম্পানির একীভূত প্রক্রিয়ায় অনিয়ম ও আইন ভঙ্গ করায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক, প্রধান রেগুলেটরি অফিসার, হেড অব লিস্টিং ও হেড অব মার্কেট অপারেশনসকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ ছাড়া আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার, ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড অবসায়ন ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন করেছে কমিশন।মন্তব্য