kalerkantho


গবেষণা ও উন্নয়ন সেন্টার খোলার ঘোষণা

১৬ মার্চ, ২০১৭ ০০:০০গবেষণা ও উন্নয়ন সেন্টার খোলার ঘোষণা

আরো বেশ কিছু গবেষণা ও উন্নয়ন সেন্টার খোলার ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং কম্পানি গ্র্যাব। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় উবারের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। গ্র্যাবের সহপ্রতিষ্ঠাতা তান হুই লিং এক বিবৃতিতে বলেন, ‘বেঙ্গালুরু ও হো চি মিন সিটিসহ কয়েকটি শহরে আমাদের নতুন আরঅ্যান্ডডি সেন্টার হবে। এগুলোয় অন্তত ৮০০ ডেভেলপার নিয়োগ দেওয়া হবে। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাণিজ্য আরো শক্তিশালী করতে চায় এ কম্পানি।’

তান হুই লিং

সহপ্রতিষ্ঠাতা, গ্র্যাবমন্তব্য