kalerkantho


কলাপাড়ায় কিং ব্র্যান্ড সিমেন্টের সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০কলাপাড়ায় বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ‘স্বপ্ন নির্মাণে আমরা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে হাজী ইসমাইল হোসেন টেকনিক্যাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান।

সেখানে সিমেন্ট ব্যবহারের বিষয়ে উপস্থিত অর্ধশত ইঞ্জিনিয়ার ও নির্মাণ শ্রমিকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন নির্বাহী টেকনিক্যাল সাপোর্ট কাওসার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন টেরিটরি এক্সিকিউটিভ মো. শফিউল আযম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় ব্যবস্থাপক কবির আহমেদ। স্বাগত বক্তব্য দেন পটুয়াখালী এরিয়া ম্যানেজার মো. সাইফুল আলম।

 মন্তব্য